২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত বৃহ¯পতিবার রাতে ঢাকায় এসেছেন। ঢাকায় পৌঁছে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে ছবিসহ দেয়া এক পোস্টে হানিয়া লিখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো, সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি লাভ ইমোজি। বাংলায় লেখা এই ক্যাপশন দ্রুত বাংলাদেশের ভক্তদের হৃদয় জয় করে নেয়। মাত্র এক ঘণ্টায় পোস্টে রিয়েক্ট পড়ে ৬০ হাজার, কমেন্ট হয় ৫ হাজারের বেশি। এদিকে গত শুক্রবার হানিয়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে যান। সানসিল্কের বিশেষ ক্যা¤েপইনে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে তাকে ঢাকার জনপ্রিয় স্ট্রিটফুড ঝালমুড়ি, ফুসকা ও মাটির কাপে চা খেতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি ফুডভ¬গার...