২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর উক্তি করা যুবক মহসিনকে গ্রেফতারের পর গত বুধবার রাতে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামের পরিবেশ শান্ত থাকলেও পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে পরিবেশ উত্তপ্ত হওয়ার লক্ষণ শুরু হয়।গত বুধবার রাতে ফেসবুকের কয়েকটি আইডি থেকে ধর্ম অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আসাদপুর হাজী সিরাজ উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কথিত সমাবেশের ডাক দেওয়া হয়। উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল মাঠে ও মাজার সংলগ্ন এলাকায় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিশ্চিত করে সতর্ক অবস্থানে থাকেন।কথিত প্রতিবাদ সমাবেশের নামে বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজনকে জড়ো করে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে নানাভাবে উত্তেজিত করে তোলা, পরে মব সৃষ্টি করে স্কুল মাঠ থেকে অনতিদূরে চারটি মাজার...