২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমুদ্র বাণিজ্য। এটি অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি, যেখানে সমুদ্র সম্পদ (যেমন- মৎস্য, মুক্তা) আহরণ ও বাণিজ্যিক ব্যবহারও এর অন্তর্ভুক্ত। বাংলাদেশসহ অনেক দেশ সমুদ্র বাণিজ্যের উপর নির্ভরশীল, যা অর্থনীতির একটি বড় অংশ। সমুদ্রপথে বড় বড় জাহাজ ব্যবহার করে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়, যা স্থলপথের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রায় ৯০ শতাংশের বেশি সমুদ্রপথেই সম্পন্ন হয়। ব্যবসা-বাণিজ্যকে সম্প্রসারিত করতে এবং বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখে। এই ধারাবাহিকতায় দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি জাহাজ। এছাড়া ডিসেম্বরের মধ্যে এক হাজার ৭০০ কোটি টাকায় আরো তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ...