২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির মুনা ক্যাম্প এখন প্রায় ধ্বংসস্তূপ। চার মাস আগে কর্তৃপক্ষ ২২,০০০ মানুষকে সরিয়ে নিয়ে ক্যাম্পের পানি সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু ৫০ বছর বয়সী বিধবা মারিয়াম সুলেমান তার ১২ সন্তান নিয়ে এখনও এই ক্যাম্পে ঝুঁকিপূর্ণ ছাউনির নিচে থাকেন। তিনি বলেন, “তারা আমাদের থাকতে বা ফিরে যেতে বলেছিল, কিন্তু আমার গ্রামে এখনও মানুষ মারা যাচ্ছে।” তার গ্রাম মাফা জেলার ডোঙ্গো, যেখানে ২০১৪ সালে বোকো হারাম তার দুই ভাইকে হত্যা করে। সরকার বলছে এই এলাকা এখন নিরাপদ, কিন্তু মারিয়াম ফিরতে ভয় পান। ২০২৩ সালে রাজ্যের গভর্নর জুলুম ক্যাম্প বন্ধের নির্দেশ দেন। তিনি বলেন, নিরাপত্তার উন্নতি হয়েছে এবং ক্যাম্পে থাকা মানুষের...