২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জাতীয় চিড়িয়াখানা থেকে চোরাকারবারিদের হাতে চলে যাওয়া কোটি কোটি টাকা মূল্যের একটি বিরল প্রজাতির পাখিও উদ্ধার করতে পারেনি বন বিভাগ। দৈনিক ইনকিলাবে পাখি পাচার নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটি। কয়েকটি অবৈধ পাখির খামারে অভিযান চালিয়েছে। সীমান্ত পথে রেড অ্যালার্ট জারি করেছে। তবে কি করে মূল্যবান এই পাখি চোরাকারবারিদের হাতে তুলে দেয়া হলোÑ এ প্রশ্নে বন বিভাগ দোষারোপ করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্ত এই দুই প্রতিষ্ঠানের অদৃশ্য বোঝাপড়া, উদাসীনতা, পাখি চোরাকারবারিদের সঙ্গে গোপন আঁতাত এবং দুর্নীতির অভিযোগকেই প্রতিষ্ঠা করে। লাইসেন্সধারী বন্যপ্রাণী প্রতিপালনকারী খামারিরা জানান, বাংলাদেশকে ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহার করে পাখি পাচারকারী চক্র অভিনব কায়দায় নিষিদ্ধ পাখির ডিম আনছে। সাম্প্রতিক...