২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ঘোষণা অনুযায়ী, বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে (এইচ-১বি ভিসায়) যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে বছরে ১ লাখ মার্কিন ডলার ফি দিতে হবে। গত শুক্রবার এই নির্দেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ট্রাম্প একই সাথে একটি আলাদা ‘গোল্ড কার্ড’ ভিসার ঘোষণা দিয়েছেন, যেখানে বলা হয়েছে, যারা প্রচুর টাকা দিতে পারবে বা ১০ লাখ ডলার দিতে পারবে, তারা সরাসরি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মূল বিষয় হল, আমাদের কাছে দুর্দান্ত মানুষ আসবে এবং তারা অর্থ প্রদান করবে।এইচ-১বি ভিসা কোম্পানিগুলোকে বিদেশি কর্মীদের স্পন্সর করার সুযোগ দেয়,যারা বিশেষায়িত দক্ষতা রাখে। যেমন: বিজ্ঞানী, প্রকৌশলী এবং...