২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নাটোরের বড়াইগ্রামের রোলভা গ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের মেঝে, উঠান, টয়লেট সব পানির নিচে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। স্থানীয়রা জানান, এক বছর আগে রোলভা গ্রামের কাঁচা রাস্তা পাকা করার সময় পানি নিষ্কাশনের জন্য রাখা চারটি চোঙ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেখানে কোনো কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে টানা বর্ষণে পুরো গ্রাম এখন পানিবন্দী। চুলা ও টিউবওয়েল ডুবে যাওয়ায় রান্না-বান্না একেবারে বন্ধ হয়ে গেছে। নিরাপদ পানির ব্যবস্থা নেই। অনেক বাড়ির টয়লেট পানির নিচে ডুবে থাকায় গ্রামবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। নোংরা পানিতে চলাচলের কারণে ইতোমধ্যেই অনেকে চর্মরোগে আক্রান্ত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, গ্রামের প্রায়...