লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও গোল করেছেন। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের ২২তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এদার মিলিতাও। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এ নিয়ে লিগে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন ফরাসি সুপারস্টার। রিয়াল এখন দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে। রবিবার গেটাফের বিপক্ষে খেলবে বার্সা। চোট কাটিয়ে প্রথমবার মাঠে ফেরেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। গ্রীষ্মে কাঁধের...