শেষ ওভারে ৫ রান প্রয়োজন জিততে। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই, ৫ বলে তখন মাত্র ১ রানই চাই। পরের তিন বলে রান তো দূরে থাক একে একে বিদায় নেন জাকের ও শেখ মেহেদি। উৎকণ্ঠার পারদ চূড়ায় তুলে পঞ্চম বলে সেই কাঙ্খিত এক রান নেন নাসুম আহমেদ। তাতেই সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। তবে বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে ওঠে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে। ইনিংসের পঞ্চম বলেই নেই আগের ম্যাচে ফিফটি করা তানজিদ তামিমের উইকেট। ১৬৯ রানের লক্ষ্যে স্কোরবোর্ডে মাত্র ১ রান। ওই চাপের মধ্যে থেকেই কাউন্টার অ্যাটাককে নিজেদের পরিকল্পনা হিসেবে বেছে নেন সাইফ হাসান। তুলে নেন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। ২৫ বলে...