জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঋণের বড় বোঝা বইতে হচ্ছে, এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। শনিবার ঢাকায় প্রকাশিত জলবায়ু ঋণ ঝুঁকি সূচক (২০২৫) শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ গতকাল শনিবার এ সূচকটি প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশের জন্য দায়ী হলেও বর্তমানে দেশের নাগরিকদের মাথাপিছু জলবায়ু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬ মার্কিন ডলার, যার পরিমাণ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। গবেষণায় উঠে এসেছে, প্যারিস চুক্তির ক্ষতিপূরণ হিসেবে প্রতিশ্রুত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাটি কীভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি ‘জলবায়ু ঋণ ফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু অর্থায়নের ৭০ শতাংর্শেও বেশি আসে ঋণ হিসেবে, যা সংকটাপন্ন দেশগুলোকে দ্বিগুণ ক্ষতির মুখে ফেলছে। প্রথমত: দেশগুলো...