বলিউডের মেধাবী অভিনেত্রী কারিনা কাপুর খান। নিজের মেধাশক্তি দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই সুনাম কুড়িয়ে আসছেন বেবো খ্যাত এই অভিনেত্রী। এরই মধ্যে ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন তিনি। এই ২৫ বছরে বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন। এরই মধ্যে তার বহু সিনেমা ব্যবসাসফল হয়েছে। পেয়েছেন সমালোচকদের প্রশংসা। ব্যক্তিগত জীবনেও একজন সফল গৃহিণী ও মা তিনি। আজ লাস্যময়ী অভিনেত্রী স্পর্শ করলেন জীবনের পঁয়তাল্লিশ বসন্ত। ১৯৮০ সালের এই দিনে (২১ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন কারিনা। ছোটবেলা থেকেই পরিবারিকভাবে তাকে ‘বেবো’ নামে ডাকা হয়। তার পিতা অভিনেতা রণধীর কাপুর এবং মাতা অভিনেত্রী ববিতা শিবদাসানি। তার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর...