২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো ন্যাশন গড়ে তুলবে। যা জাতিকে ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে। তিনি গারো সম্প্রদায় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জনগণের প্রতি বিএনপির পাশে থেকে নিজ ঐতিহ্যকে ধারণ করে আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রায় তারেক রহমানের নেতৃত্বে শামিল হবার আহবান জানিয়েছেন। এমরান সালেহ প্রিন্স গতকাল সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গারো সম্প্রদায়ের মাহারী (গোত্র) ভিত্তিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রেখেছিলেন। মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ধর্ম, ভাষা, সংস্কৃতি, গোত্র নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। একাধিক ধর্ম, ভাষা, সংস্কৃতির এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন আওয়ামী...