২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম শাহীন আলম। বয়স মাত্র ১৬ বছর। নবম থেকে এ বছর দশম শ্রেণীতে উর্ত্তীর্ণ হয়েছেন তিনি। চব্বিশের জুলাইয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথের যোদ্ধাদের একজন শাহীন। কিন্তু বিজয়ের দিনেই ফ্যাসিস্ট সরকারের অনুসারি পুলিশের গুলিতে আহত হয়ে এখন পঙ্গুত্ব বরণে পথে তিনি। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালের প্লাষ্টিক ইউনিটের ‘এ’ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন শাহীন। শাহীন আলমের বাবা ময়মসিংহের ফুলবাড়িয়া থানাধীন শিবপুরের বাসিন্দা আব্দুল জব্বার। তার তিন সন্তানের মধ্যে শাহিন আলম ছোট। জব্বারের প্রথম সন্তান মানসিক ভারসাম্যহীন। তাই অপর দুই সন্তান নিয়েই ছিলো তার ভবিষ্যৎ পরিকল্পনা, স্বপ্ন, বেঁচে থাকার প্রেরণা। মেঝ ছেলে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। আর শাহীন নিউ টেনের ছাত্র। নিজে রিকশা চালিয়ে সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করে চলেছেন।...