২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আরও গতিশীল হবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। গতকাল বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, জাতীয়তাবাদী দলের নিশ্চিত বিজয়ের জন্য নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে হবে। বিএনপি সবসময় মানুষের দুঃসময়ে পাশে থেকেছে, এখনও থাকতে হবে। দলকে গতিশীল করতে ছোট-বড় সবার...