রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে কয়েক হাজার ছাত্রী হল থেকে বেরিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। তারা এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। শনিবার রাত ১০টার পর থেকেই হলগুলো থেকে ছাত্রীরা বেরিয়ে জুবেরী ভবন ও প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে থাকেন। কিন্তু রাত সাড়ে ১১টার পর একযোগে কয়েক হাজার ছাত্রী হল ছেড়ে বেরিয়ে আসেন। আন্দোলনকারীরা দুটি দাবিতে সেখানে স্লোগান দিচ্ছেন। তারা ‘পোষ্য কোটা’র প্রজ্ঞাপন বাতিল এবং ২৫ সেপ্টেম্বরেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থী আবু হুরায়রা বলেন,“বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের লক্ষ্য ছিলো বৈষম্য দূর করা, আমরা সেটি আদায় করতে পেরেছিলাম। কিন্তু অগাস্ট পরবর্তী সময়ে এসে আবারও ‘পোষ্য কোটা’নামে আরেকটি বৈষম্য আমাদের সামনে এসেছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বৈষম্য আর অযৌক্তিক সুবিধার বিরুদ্ধেই আজ আমরা একত্রিত হয়েছি। দাবি...