এনসিপির সদস্য সচিব আক্তার বলেছেন, দেশের ইতিহাসে এমন এক সময় ছিল যখন ইসলামের কথা বলাটাই ভীতিকর ও সন্ত্রস্ত পরিবেশের মধ্য দিয়ে যেতে হতো। সাধারণ মুসলমানরা নিপীড়িত হয়েছেন, নামাজ, দাড়ি কিংবা পাঞ্জাবি পোশাককে জঙ্গিবাদের আলামত হিসেবে প্রচার করা হয়েছে, আলেম-ওলামাদের দিনের পর দিন জেলখানায় আটকে রাখা হয়েছে, হামলা-নির্যাতন-রিমান্ড দেওয়া হয়েছে।ঠিক সেই কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছিল হেফাজতে ইসলাম। আর সেই হেফাজতের নেতৃত্ব দিয়েছিলেন চারজন গুণী রাহবার। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে শায়খুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। আক্তার বলেন, হেফাজতের চার রাহবার— শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.), কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.), শাইখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ.) ও হযরতুল আল্লামা নূরুল ইসলাম জিহাদী (রহ.)। তাদের নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামই হেফাজতে...