শেষ ওভারে কিছুটা নাটকীয়তা দেখা মিলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে। ৬ বলে জিততে বাংলাদেশের লাগতো ৫ রান। প্রথম বলে ৪ মারেন জাকের আলি। পরের বলে বোল্ড হয়ে যান। তৃতীয় বল শেখ মেহেদী রান করতে ব্যর্থ হয়ে চতুর্থ বলে আউট হয়ে যান। পঞ্চম বলে খানিকটা ঝুঁকি নিয়েই রান আদায় করে জয় নিশ্চিত করেন শামীম পাটোয়ারী ও নাসুম আহমেদ। দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পূঁজি গড়েছিল শ্রীলঙ্কা। তবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ভর করে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। দারুণ জয়ে এশিয়া কাপ টি-টুয়েন্টির সুপার শুরু করল লিটন দাসের দল। শনিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুনিথ ওয়েল্লাগের প্রয়াত বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে মাঠের লড়াইয়ে নামে দুদল। নির্ধারিত ২০...