আজ রোববার (২১ সেপ্টেম্বর) থেকেই নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর টানা ৮ দফায় বাড়ানোর পর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা। সবমিলিয়ে চলতি বছর...