এশিয়া কাপের সুপার ফোরে এক রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তায় ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ২০ ওভারে ১৬৮ রান। দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক দাসুন শানাকা, মাত্র ৩৭ বলে করেন ৬৪ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কার মার। কুশাল মেন্ডিস করেন ৩৪ এবং পাথুম নিশাঙ্কা করেন ২২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছিলেন সেরা। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। এছাড়া মেহেদী হাসান নেন ২ উইকেট, তাসকিন পান ১টি। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান শূন্য রানে আউট হন। তবে ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস মিলে...