শেষ ওভারের প্রথম বলটি যখন পুল করে বাউন্ডারিতে পাঠালেন জাকের আলি, উল্লাসে মেতে উঠলেন গ্যালারির বাংলাদেশ সমর্থকেরা। ডাগ আউটে থাকা ক্রিকেটাররাও লাফিয়ে উঠলেন খুশিতে। ম্যাচ তখন কার্যত শেষ, দুই দলের স্কোর সমান। কিন্তু শেষ হয়েও যেন হয় না শেষ! দাসুন শানাকার পরের তিন বলেই বিদায় দুই ব্যাটসম্যানের, রান নেই মাঝের বলেও! নন-স্ট্রাইকে থাকা শামীম হোসেন যেভাবে ক্ষুব্ধ হয়ে ছুড়ে মারলেন ব্যাট, তাতেও শঙ্কা জাগল আরও। বাংলাদেশ আতঙ্কিত হয়ে পড়ছে না তো! শেষ পর্যন্ত অবশ্য আর নাটকীয় কিছু হলো না। পঞ্চম বলে নাসুম আহমেদের ব্যাটে বল লাগতেই ছুটলেন দুই ব্যাটসম্যান। ফিল্ডার সরাসরি থ্রো লাগাতে পারলে বিপদ হতে পারত যদিও। তবে তখন আর সেসব ভাবে কে! জয়ের উচ্ছ্বাসই তখন সবচেয়ে বড় সত্যি। শেষে এসে একটু গুলিয়ে ফেললেও ব্যাটে-বল দাপুটে পারফরম্যান্সে দারুণ জয়ের...