২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত ও একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আনন্দ (২০)। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাবার নাম মো. তাহের মিয়া। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলার ভৈরব পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারি বাড়ির ভুবন মিয়ার লোকজনের...