২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম মৌলিক গল্প ও গানের সিনেমা উদীয়মান সূর্য। সিনেমাটি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। দর্শকের প্রত্যাশা পূরনে সক্ষম হবে বলে আশা করছেন সিনেমার পরিচাললক এস. এম. শফিউল আযম। তিনি বলেন, এই সিনেমাটিতে দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেমাটিতে নায়ক চরিত্রে সাদমান সামীর ও নায়িকা চরিত্রে কান্তা নুর অভিনয় করছেন। এছাড়াও অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ প্রমুখ। সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে। লিনেট ফিল্মস এর প্রযোজনায় সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক এস, এম, শফিউল আযম। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে সুপার ফোরে উড়ন্ত সূচনা টাইগারদের 'পাসপোর্ট...