২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের চার রাহবার সম্পর্কে বলেন, উনাদের অনুসরণ করতে পারলেই আমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকব। প্রত্যেক নামাজের পরে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি। কুরআনে সুলাহা-নেককারদের অনুসরণ করতে বলা হয়েছে। সুলাহাদের প্রথম স্তরই হলো সাহাবায়ে কেরাম। এখন কোনো দল যদি বলে ও মনে করে, সাহাবারা সত্যের মাপকাঠি না, তারা অবশ্যই বিভ্রান্ত। আল্লামা বাবুনগরী বলেন, আমরা যদি হেদায়েত পেতে চাই তা’হলে নবী (সা.) এবং সাহাবায়ে কেরামের তরিকায় চলতে হবে। তা’ না হলে জাহান্নাম ছাড়া পথ নেই। নবী (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। এদের মধ্যে একমাত্র একটি দল জান্নাতে যাবে। বাকি সবাই জাহান্নামে যাবে। নবী (সা.)...