২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম প্রক্টরের আস্থাভাজন হওয়ায় জুলাই অভ্যুত্থানের হত্যা চেষ্টার মামলার আসামি হওয়া সত্ত্বেও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বেরোবির এক শিক্ষক। অথচ একই মামলার আসামি হওয়া সত্ত্বেও অপরজনের শিক্ষা ছুটি বাতিল করেছে বেরোবি প্রশাসন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত শিক্ষককে সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক মালয়েশিয়ায় পিএইচডি করার জন্য ছুটির আবেদন করেন। কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আসামি হওয়ায় সিন্ডিকেট সভায় তার ছুটি মঞ্জুর হয়নি। অথচ একই মামলার আরেক আসামি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব দিয়েছে...