২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন দলের এই গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ দিন পর সাফের কোনো আসরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশই অংশ নিচ্ছে। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অনেকটা সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে সবার আগে বাংলাদেশ শেষ চার নিশ্চিত করলেও অনিশ্চিত নেপালের। কারণ শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারালেও হিমালয় কন্যারা বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। আজ শ্রীলঙ্কা যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে আসর থেকে বাদ পড়বে নেপাল। লাল-সবুজদের সঙ্গে সেমিফাইনালে নাম লেখাবে লঙ্কানরাও। আর স্বাগতিকরা হেরে...