২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নামাজের সময় মসজিদ লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত ৭৮ জন প্রাণ হারান। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সরকারি সেনাদের মধ্যে লড়াই চলছে। বর্তমানে দারফুরে সেনাদের শেষ ঘাঁটি এল-ফাশির শহর। এ শহরের নিয়ন্ত্রণ নিতে সম্প্রতি তীব্র হামলা শুরু করেছে আরএসএফ। তিন লাখের বেশি সাধারণ মানুষ সেখানে যুদ্ধের ফাঁদে আটকা পড়ে আছেন। ইতোমধ্যে শহরের বাইরে বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের (এইচআরএল) বিশ্লেষণে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, শিবিরের বড় অংশ এখন...