২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বাবা সুরঙ্গা ওয়েল্লালাগের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছিলেন অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে। শেষ শ্রদ্ধা জানিয়ে শ্রীলঙ্কা দলে যোগ দিতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ফিরছেন তিনি। গোটা যাত্রাপথে টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডে ছিলেন দুনিথের সঙ্গে। গতপরশু রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শুধু তাই নয়, দুবাইতে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কান অনুশীলনেও যোগ দিয়েছেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। লঙ্কান বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার জন্য তৈরি থাকবেন দুনিথ। এর আগে বৃহস্পতিবার আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর বাবাকে হারানোর দুঃসংবাদ পান বাঁহাতি ক্রিকেটার। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা সুরঙ্গার...