২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো সরকারি ক্রয় বা টেন্ডার প্রক্রিয়া নিয়ে দেশে স্বচ্ছতা ও ন্যায্যতার কোন কিছুই ছিলো না। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে স্বচ্ছতার সাথে কেনাকাটা থেকে শুরু করে দরপত্রে স্বচ্ছতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম কেনার মতো অতি গুরুত্বপূর্ণ খাত হলেও সেখানেও অনিয়ম ভর করেছে। অভিজ্ঞতা ও প্রযুক্তিগত মানদন্ডে অযোগ্য হলেও এক প্রতিষ্ঠানকেই চারটি টেন্ডার প্যাকেজে কাজ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপি) রায়ে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভূমিকম্প ও দুর্যোগ অনুসন্ধান সরঞ্জাম ৩য় প্রকল্প, দরপত্রে অনিয়ম ও দুর্নীতির ছায়া, ফ্যাসিস্ট সরকারের নেতার অযোগ্য প্রতিষ্ঠানের হাতে কোটি টাকার টেন্ডার, যন্ত্রপাতি ক্রয়ে প্রশ্নবিদ্ধ দরপত্র যোগ্য দরদাতা বাদ দিয়ে...