২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম অবশেষে চট্টগ্রাম বন্দরের ঘোষিত বাড়তি মাশুল একমাসের জন্য পিছিয়ে দেয়ার কথা জানালেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর অডিটরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্তৃক আয়োজিত কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট শীর্ষক এক ওর্য়াকশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ট্যারিফ নিয়ে কথা হচ্ছে, এটি আরও একমাস পিছিয়ে দেয়া হচ্ছে। এ নিয়ে বন্দর চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। আমরা সম্মত হয়েছি, একমাস পিছিয়ে দেবো। কোন সময় থেকে জানতে চাইলে তিনি বলেন, এখন থেকেই আরও একমাস পিছিয়ে দেয়া হচ্ছে।চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের আপত্তির পরও পাঁচদিন আগে গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে বিভিন্ন সেবাখাতে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল মাশুল বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।...