২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আফ্রিকা অঞ্চলে ইসলামের প্রচার-প্রসার শুরু হয় মূলত সুফি-দরবেশদের হাত ধরে। মানবতার কল্যাণে সেই প্রায় ১৩০০ বছর আগেই এ অঞ্চলের বিভিন্ন দেশে ইসলাম ব্যাপক বিস্তার লাভ করে। ইসলামের সেই স্বর্ণযুগে আফ্রিকা বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলে পরিণত হয়। ন্যায়বিচার, কঠোর নিয়মানুবর্তিতা এবং আদর্শ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এরপরে ঔপনিবেশিক শাসনামল শুরু হয়। ১৯ শতাব্দীর মাঝামাঝি ঔপনিবেশিক শাসনামল শেষ হওয়ার পর গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে রাষ্ট্রগুলো, কিন্তু তখনই চেপে বসে উগ্র ইসলামপন্থি ভ্রান্ত ধারণা থেকে উদ্ভূত বিভিন্ন ‘ইজম’ বা মতবাদ। বোকো হারাম এদের মধ্যে অন্যতম। এটি পৃথিবীর বর্বরতম সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। কয়েক বছরের মাঝেই সশস্ত্র হামলা, সংঘাত আর নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে বোকো হারাম ছাড়িয়ে গেছে পৃথিবীর অন্য সকল...