২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। একদিকে রোদ-বৃষ্টি-ঝড়ে টানা ২৫ ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে আছেন, অন্যদিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম অনশন শুরু করেন। পরে তার সাথে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইস্পাহানি, আরবি বিভাগের শিক্ষার্থী রমজানুল মোবারকসহ আরও অনেকে যোগ দেন। অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অনশনকারীরা অভিযোগ করে বলেন, আমরা রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি, মশার কামড় খাচ্ছি। অথচ প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন বারবার...