ওল্ড ট্র্যাফোর্ডে শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণে বাড়তি মনোযোগ দিল চেলসি। সেই সুযোগে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির আগে অবশ্য একজন খেলোয়াড় কমে গেল তাদেরও। শেষ দিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলল চেলসি। তবে স্বাগতিকদের জয় রুখতে পারল না তারা। ঘরের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। মাইলফলক ছোঁয়া গোলে ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো। একটু পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চেলসির গোলটি করেন ট্রেভো শ্যালাবা। মৌসুমে বাজে শুরুর পর প্রবল চাপে ছিলেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। গুঞ্জন ছড়িয়ে পড়ে, চেলসির বিপক্ষে হারলে বরখাস্ত হতে পারেন তিনি। এই জয় তাই পর্তুগিজ কোচের জন্য ভীষণ স্বস্তির। আগের রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০...