বিশ্ব জুড়ে ২৫ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব ফুসফুস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুস্থ ফুসফুস সুস্থ জীবন’। ফুসফুসের অনেক রোগের মধ্যে গুরুতর রোগ হলো ফুসফুস ক্যানসার। ফুসফুসের ক্যানসার হলো ফুসফুসের অতিরিক্ত কোষবৃদ্ধি। কোষের অতিরিক্ত বৃদ্ধির এই প্রক্রিয়া ফুসফুসেই শুরু হয়। স্বাভাবিক কোষ থেকে ভিন্ন, খুব দ্রুত এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। এই কোষগুলো একসময় টিউমার তৈরি করে এবং চারপাশের সুস্থ ফুসফুসের টিস্যু ধ্বংস করে। যে কারোর ফুসফুসের ক্যানসার হতে পারে। তবে ধূমপান এবং ধূমপানের সংস্পর্শে থাকা ব্যক্তির আশঙ্কা খুব বেশি থাকে। ফুসফুসের ক্যানসারকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। একটি হলো ছোট কোষের ফুসফুসের ক্যানসার (SCLC) এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসার (NSCLC)। ফুসফুস ক্যানসারের প্রধান কারণ তামাক গ্রহণ। যারা প্রতিদিন দুই থেকে তিন প্যাকেট সিগারেট সেবন করেন। ২০ থেকে...