ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশা করছেন শফিকুর রহমান। শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নারী শাখার মজলিশে শূরার উদ্বোধনী বক্তব্যে তিনি এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আল্লাহ রহমতে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ও জাকসু (জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। ‘‘যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি।” চলতি মাসের ৯ সেপ্টেম্বর ডাকসুতে ভিপি-জিএসসহ প্যানেলের বেশির ভাগ পদে জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এর দুদিন পর ১১ সেপ্টেম্বর জাকসুতেও জিএসসহ প্যানেলে একেচেটিয়া জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল।...