ভাইরাল টিকটক ভিডিও থেকে তৈরি সিনেমা এখন ইন্দোনেশিয়ার চলচ্চিত্র অঙ্গনের বড় ট্রেন্ড। সম্প্রতি মুক্তি পাওয়া ‘নরমা’ নামের চলচ্চিত্রটি দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে। গল্পে দেখা যায়, এক সুখী দাম্পত্য ভেঙে যায় শাশুড়ির সঙ্গে স্বামীর গোপন পরকীয়ার ঘটনায়। চলচ্চিত্রটি বাস্তব এক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। ২০২২ সালে জাভা দ্বীপের সেরাং শহরের বাসিন্দা নরমা রিসমা নিজের স্বামী ও মায়ের পরকীয়ার ঘটনা টিকটকে ফাঁস করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়, খবরের শিরোনাম হয়, আর শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতাই তাঁকে এনে দেয় একটি চলচ্চিত্র চুক্তি। এ বছরের মার্চে ‘নরমা’ ইন্দোনেশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং আগস্টে নেটফ্লিক্সে আসে। দ্রুতই এটি শুধু ইন্দোনেশিয়ায় নয়, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও সবচেয়ে বেশি দেখা ছবিগুলোর একটি হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া কনটেন্ট থেকে সিনেমা বানানোর প্রবণতা নতুন নয়। এর আগে ২০২২ সালের...