২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় অবশিষ্ট বেশিরভাগ জিম্মিদের "বিদায়ী" ছবি প্রকাশ করেছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, গাজা সিটিতে ইসরায়েলের হামলা তাদের জীবন বিপন্ন করতে পারে। হামাস ছবিগুলোর মাধ্যমে ১৯৮৬ সালে লেবাননের উপর গুলি করে ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ এক ইসরায়েলি পাইলটের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছে।২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় ২৫১ জনকে ধরে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে ৪৭ জন এখনও গাজায় রয়েছেন। এদের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর ২৫ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে বলা হয়ে থাকে। হামাসের সশস্ত্র শাখা ছবিগুলোর ক্যাপশনে লিখেছে,"নেতানিয়াহুর (প্রধানমন্ত্রী বেনিয়ামিন) একগুঁয়েমি এবং জামিরের (সামরিক প্রধান ইয়াল) আত্মসমর্পণের কারণে... গাজা সিটি অপারেশনের শুরুতে তোলা একটি বিদায়ী ছবি।" কয়েক সপ্তাহ ধরে ভারী...