শ্রীলঙ্কান ভীতি কাটিয়ে উঠতে পারলেন না তানজিদ হাসান তামিম। শুরুতেই আবারও পরাস্ত হলেন সেই নুয়ান থুসারার বলে। শুরুর সেই ধাক্কাকে অবশ্য বিপদের কারণ হতে দেননি লিটন দাস আর সাইফ হাসান। দুজনে মিলে দায়িত্ব নিয়ে পাওয়ার-প্লেতে ভালো শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। যদিও পাওয়ার-প্লের পরের ওভারেই ফিরেছেন লিটন। রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যর্থ হয়ে শূন্য হাতে ফেরত গেছেন ওপেনার তানজিদ তামিম। পরাস্ত হয়েছেন থুসারার স্লোয়ার অফ-কাটার বলে। ফিরেছেন বোল্ড হয়ে। উইকেট হারিয়ে দমে যায়নি বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে শাসন করেছেন লঙ্কান বোলারদের। পাওয়ার-প্লে পর্যন্ত লিটন-সাইফের জুটি থেকে এসেছে ৫৮ রান। তবে পাওয়ার-প্লের পরের ওভারেই ফিরেছেন লিটন। হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ...