চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘটা করে এনসিপি আত্মপ্রকাশ করলেও সাত মাস পর দলটির শীর্ষ নেতারা আর এককভাবে এগোতে চাইছেন না। ইতোমধ্যেই গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হয়ে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য আলোচনাও শুরু হয়েছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এনসিপি ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু করেছে। সূত্রের খবর, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করার লক্ষ্যে দল দুটি আলোচনায় অগ্রগতি করেছে। শাকিল উজ্জামান জানান, “দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব চাইছে। ২০১৮ সালের কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা সেই সম্ভাবনা আরও প্রকট করেছে। মানুষ এই সংগ্রামী তরুণদের ঐক্যবদ্ধ দেখতে চায়। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখা তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে দেশের মানুষ একটি...