পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনারসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারে, তার জন্য গতকাল শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। যে এলাকায় মিছিল হবে, সেই এলাকার কর্মকর্তাদের শাস্তি পেতে হবে গেল সপ্তাহে ডিএমপি কমিশনারের কাছ থেকে এমন বার্তা আসার পর মাঠে তৎপরতা বাড়ে পুলিশের। এরই মধ্যে গতকাল শুক্রবার দুপুরে তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করার খবর এলো। কর্মকর্তারা বলছেন, গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের মাঠে বিশেষ অভিযানে থাকতে বলা হয়েছিল, যেন কেউ ঝটিকা মিছিল করতে না পারে। এমন নির্দেশনার মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার মোহাম্মদপুর থানায় গিয়ে দেখেন, মাঠে না...