তেতুলিয়া নদীর পাড়ে খেলতে গিয়ে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায় প্রতিবন্ধী বালক তানজিল। দূরেই কাজ করছিলেন মা। ছেলেকে স্রোতের তোড়ে ডুবে যেতে দেখে নদীতে ঝাঁপ দেয় মা। উপস্থিত জনতা ছেলেকে জীবিত উদ্ধার করলেও মা জেসমিন (৩৬) মূহুর্তের মধ্যেই হারিয়ে যায় স্রোতের মধ্যে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাকেরভিটা নামক এলাকার তেতুলিয়া নদীতে। হারিয়ে যাওয়া জেসমিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের মো. জসিমের স্ত্রী। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবন্ধী বালক মো. তানজিল (১৬) নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য তার মা জেসমিন (৩৬) নদীতে ঝাঁপ দেন। কিন্তু মুহূর্তের মধ্যে পানির স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ছেলে তানজিলকে উদ্ধার করা সম্ভব হলেও মায়ের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ জেসমিনের শ্বশুর মো. শাহজাহান...