ফেনীতে মুদি দোকান থেকে জিনিস চুরি করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। গ্রেপ্তার ভারতীয় নাগরিকের নাম জাওয়ার কুমার যাদব (৩৭)। তিনি ভারতের বিহার রাজ্যের খাগরিয়া জেলার আলাউলি থানার ঋষি মনি মন্দির অঞ্চলের বাসিন্দা। পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে শহরের আলিমউদ্দিন সড়কসংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাওয়ার কুমার যাদব নামের ভারতীয় ওই নাগরিক ভিসা ও পাসপোর্ট ছাড়াই ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন। এ কারণে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শহরের আলিমউদ্দিন সড়কসংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে একটি মুদি দোকান থেকে মালিকের অনুপস্থিতিতে চুরি করে পণ্য নেওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করেন। এ সময়...