ইনিংসের পঞ্চম বলেই নেই আগের ম্যাচে ফিফটি করা তানজিদ তামিমের উইকেট। ১৬৯ রানের লক্ষ্যে স্কোরবোর্ডে মাত্র ১ রান। ওই চাপের মধ্যে থেকেই কাউন্টার অ্যাটাককে নিজেদের পরিকল্পনা হিসেবে বেছে নেন সাইফ হাসান। তুলে নেন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। সাইফের পাশে সঙ্গী ছিলেন অধিনায়ক লিটন দাস। পরের ৫ ওভারে ৫৩ রান নিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশকে ৫৫ রান এনে দেন দুজন মিলে। ৭ম ওভারে লিটন যখন ফিরছেন জুটির রান তখন ৫৯। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে হাফ-হার্টেড শট খেলে মিউউইকেটে ধরা পড়েন লিটন। নামের পাশে রান ৩ চারে ১৬ বলে ২৩, স্ট্রাইক রেট ১৪৩। লিটনের পর ক্রিজে এসে বরাবরের মতো রানের গতি শ্লথ করে দেন তাওহীদ...