গাজা সিটির আধুনিক ও সমৃদ্ধ একটি এলাকায় দীর্ঘ ১০ বছর ধরে একটি ফ্ল্যাটের জন্য ধারাবাহিকভাবে অর্থ পরিশোধ করে আসছিলেন ফিলিস্তিনি ব্যাংক কর্মী শাদি সালামা আল-রাইয়েস। ৯৩ হাজার ডলারের মর্টগেজ ছিল তার ফ্ল্যাটের। কিন্তু ইসরায়েলি হামলায় তাদের ভবনটি ধুলোর স্তুপে পরিণত হয়েছে। মূলত গাজা শহরে এখন লক্ষ্যবস্তু করা হচ্ছে বহুতল ভবনগুলোকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এ পর্যন্ত ৫০টি টাওয়ার ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)। সংস্থার মুখপাত্র থামিন আল-খিতান বলেন, এই ধরণের পরিকল্পিত জনসংখ্যা স্থানান্তরের চেষ্টাকে জাতিগত নিধনের পর্যায়ে ফেলা যেতে পারে। শাদি আল-রাইয়েস বলেন, আমি কখনও ভাবিনি গাজা সিটি ছেড়ে যেতে হবে। কিন্তু এখন বিস্ফোরণ থামছে না। আমি আমার সন্তানদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারি না। তাই দক্ষিণে চলে যাচ্ছি। তবে তিনি অঙ্গীকার...