টেলিভিশন চ্যানেল ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২০২৬ সম্মাননা পেয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন। পণ্যের গুণগত মানসহ নানা ক্যাটাগরিতে ভোক্তাদের আস্থা অর্জন করায় এ বছর ৪৯টি ব্র্যান্ড পেল সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য। সুপারব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে এই দ্বিবার্ষিক আয়োজনে কর্পোরেট অঙ্গণের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটেগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থায় সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপারব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে। সফলতা...