বন্ধ হবে নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৪০টি ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল করছে যশোর শিক্ষাবোর্ড। ফলে ভেন্যুকেন্দ্রের মোড়কে নিজ প্রতিষ্ঠানের তত্বাবধানে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন- এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণ করা হবে। এজন্য ২০২৬ সালে এসএসসির ভেন্যু কেন্দ্র থাকবে না। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এসএসসি পরীক্ষার ২৯৯টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অবতীর্ণ হয়। কোনো কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর সংকুলান না হওয়ায় পাশর্^বর্তী কোনো প্রতিষ্ঠান ভবনকে ব্যবহার করা হলে সেটিকে ভেন্যুকেন্দ্র বলা হয়। যশোর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার...