২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে রমিছা বেওয়া নামের ৯০ ঊর্ধ্বে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ গ্রামে। নিহত রমিছা বেওয়া বদলখাঁ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী বলে জানা গেছে। নিহতের নাতি আমিনুর রহমান জানা যায়,শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ৭ ঘটিকার সময় তার দাদি রমিছা বেওয়া হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় ধরে তার কোন খোঁজ খবর না পাওয়ায় প্রতিবেশীর বাড়িতে খোঁজা খুঁজির সময় নিহতের বাড়ির উত্তর পার্শ্বে থাকা প্রতিবেশী খাজা সরকারের পুকুরে নিহত বৃদ্ধার শাড়ির কিছু অংশ ভাসতে দেখে পরিবার অন্য সদস্যদের খবর দেয়। পরে বাড়ির অন্য সদস্যরা পানিতে নেমে মৃত অবস্থায় উদ্ধার করে। অপর দিকে পরিবারের অন্য সদস্যদের দাবি,নিহত রমিছা বেওয়া...