খুলনায় চাঁদাবাজ সন্দেহে বাড়ি থেকে ধরে এনে আলমগীর হোসেন রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন রানা ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার ছেলে। এ দিকে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও এলাকাবাসী ফুলতলা—শাহাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বিকেল আনুমানিক ৩টায় ৩টি মোটরসাইকেলযোগে ৫/৬ জন মুখোশধারী জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর জামিরা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দিয়ে গালাগাল করে। ঘটনার...