জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক এলাকায় ফের বসানো অবৈধ দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট সরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি চাঁদাবাজি ও যানজটও সৃষ্টি হচ্ছিল।তবে প্রায় প্রতিদিন বিকেলেই এসব অবৈধ দোকান ফের বসানো হচ্ছিল। এতে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়ছিল। এর প্রেক্ষিতে ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্বে দোকানদারদের সঙ্গে কথা বলে অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত রাবিএ...