২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে অংশ নিচ্ছেন না কোনো নারী শিক্ষার্থী। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১ জন ছাত্রী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ জন ছাত্রী। শনিবার ২০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় তথ্যটি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বমোট ৪২৯ জন প্রার্থী। যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ৪৮ জন। কেন্দ্রীয় সংসদে ছাত্রীদের সংরক্ষিত ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন ও সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ১১ জন প্রার্থী। বাকি সম্পাদকীয় পদগুলোতে ছাত্রীদের তেমন উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই। দপ্তর সম্পাদক ও সহ দপ্তর সম্পাদক পদে ১ জন...