শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের ছন্দ ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এদার মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পের অসাধারণ দুই গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নিল তারা। মৌসুমের শুরুতে চমক জাগানো এস্পানিওল শীর্ষে থাকা দলকে চ্যালেঞ্জ জানাতে এসেছিল আত্মবিশ্বাস নিয়েই। তবে ম্যাচের মাঝপথে দারুণ এক দূরপাল্লার শটে রিয়ালকে এগিয়ে দেন মিলিতাও। বিরতির পরপরই এমবাপ্পে যোগ করেন দ্বিতীয় গোল। যা নিশ্চিত করে দেয় স্বাগতিকদের জয়।আরো পড়ুন:বার্সেলোনার হোঁচট: ভায়োকানোর বিপক্ষে জয় হাতছাড়াতিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয় দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন জুদ বেলিংহামও। কাঁধের অস্ত্রোপচারের পর ক্লাব বিশ্বকাপের পর থেকেই বাইরে ছিলেন ইংলিশ মিডফিল্ডার। ম্যাচের শেষ দিকে এমবাপ্পের বদলি হিসেবে নামলে গ্যালারিতে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রিয়াল কোচ হিসেবে জাবি আলোনসোর অপরাজিত ধারা অব্যাহত থাকল...